বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুষ্টিয়ার মিরপুরে মাদ্রাসার অষ্টম শ্রেণির এক আবাসিক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন বিকেল সাড়ে ৪টায় মিরপুর থানায় তার বিরুদ্ধে ধর্ষণ অভিযোগের মামলা করেন ছাত্রীর বাবা।
গ্রেপ্তার হওয়া আব্দুল কাদের মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) ও ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, ওই ছাত্রীর বাবার দায়ের করা মামলায় উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ চকপাড়া এলাকার সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুল কাদেরকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, গত শনিবার ভোরে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ৮টার দিকে মেয়েটিকে আবার দ্বিতীয় দফায় ধর্ষণ করেন। পরে কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসনও করেন।
সোমবার ওই ছাত্রী ঘটনাটি তার এক সহপাঠীকে জানালে তার মাধ্যমে এলাকায় খবর ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুদ্ধ হয়ে স্থানীয়রা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply