মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৫২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।মাহবুব তালুকদার বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সেনা মোতায়েন আমাদের পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমরা সেনাবাহিনীকে সেখানে যেভাবে রাখবো তাতে কোনো একটা জায়গায় যদি মনে করি সেখানে সেনাবাহিনীর সদস্যদের দরকার তাহলে তারা যেন ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে পৌঁছাতে পারেন এমন একটা অবস্থা তৈরি করবো।নির্বাচন কমিশনার বলেন, আমরা মনে করি, তাদের যে পার্টিসিপেশন সেইটা আগের চাইতেও এবার অনেক বাস্তব সম্মত হবে।
Leave a Reply