শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:পিরোজপুরের ভান্ডারিয়ায় শনিবার বেলা সাড়ে দশটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক কচাঁ নদীতে পড়ে তলিয়ে যায়। এ সময় ওই ট্রাক সহ ড্রাইভার চপল হাওলাদারও পানিতে তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পরে না পাওয়া গেলে ভান্ডারিয়া উপজেলা ফায়ার সার্ভিসের যোগাযোগের মাধ্যমে বরিশাল থেকে ২ ঘন্টা পরে মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি ডুবুড়ি দল এসে উদ্ধার কার্য পরিচালনা করেন। দুপুর সাড়ে বারটার দিকে ডুবুরি মোঃ নাসির উদ্দিন লাশের সন্ধান পেয়ে যানান লাশটি ট্রাকের নীচে চাপা পরে আছে।
পরে ডুবুড়ি দল ও স্থানীয় লোজনের সহায়তায় দুপুর ২টার দিকে নিখোজ ড্রাইভার চপলের লাশ উদ্ধার করে। ট্রাক ড্রাইভার চপল ভান্ডারিয়ার চরখালী গ্রামের সন্তোষ কুমারের ছেলে।
কান আলী মৃধা জানান ভান্ডারিয়া উপজেলার নদমূলা গ্রামের কচাঁ নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের নদী তীর রক্ষা বাঁধ প্রকল্পের আওতাধিন চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ব্লক তৈরির কাজে নিয়োজিত ছিল চপল।
সে ব্লক মিনি ট্রাকে করে ফেরি থেকে কার্গোতে তুলে দিয়ে ড্রাউভার ট্রাক নিয়ে কিনারে ওঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
Leave a Reply