রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:বরিশাল নগরীতে পানি ভেবে ব্যাটারির এসিড পান করে সাড়ে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার মানিক মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে।নিহত শিশুর নাম শাহরিয়ার। তার বাবা সিদ্দিকুর রহমান একজন প্রবাসী। তাদের গ্রামের বাড়ি বাকেরগঞ্জ উপজেলায়। মা শারমিনের সাথে মানিক মিয়ার গ্যারেজ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানান, ঘরের পাশেই অটোরিক্সার গ্যারেজে ব্যাটারীর এসিড রাখা ছিলো।শিশুটি পানি বুঝে ওই এসিড পান করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায় স্বাজন।
এসময় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।এসআই ফরিদ বলেন, নিহতের ঘটনায় মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নম্বর-১২০। তবে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করতে রাজি হননি বিধায় ময়না তদন্ত ছাড়াই শিশুর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply