বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের ঘটনায় সালিশে ৭২ হাজার টাকায় সমাধান মানতে না পেরে ক্ষোভে বিষপানে আত্মহত্যা করেছেে পঞ্চম শ্রেণির এক ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের লোকজন তাকে জেলা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে বিকেল ৪টার দিকে হাসপাতালেই মারা যায়।
নির্যাতিত ওই স্কুলছাত্রীর পরিবার জানায়, তহিদুল ইসলামের ছেলে আব্দুল বাসির ঘরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে তার মা ঘরের দরজা আটকে দেয় এবং আটক থাকা অবস্থায় ধর্ষক বাসিরের বাবা তহিদুলের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়।
গত বৃহস্পতিবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার উদ্যোগে তার নিজ বাড়িতে উভয় পক্ষকে নিয়ে সালিশে বসেন এবং ধর্ষক আব্দুল বাসিরের অনুপস্থিতিতে সালিশে ধর্ষক বাসিরকে ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।
সালিসে কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়াসহ আরো উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। নির্যাতিতার বড় বোন জানান, ৭২ হাজার টাকায় ধর্ষণের সমাধান মানতে না পেরে সালিশেই ছোট বোন সাফ জানিয়ে দেয় এ বিচার মানিনা এবং সে সবার উপস্থিতিতে বলে, আমাকে বাসির ধর্ষণ করেছে। আমি তাকেই বিয়ে করবো, টাকা নিবো না।
ওই স্কুলছাত্রীর ভাবী জানান, ধর্ষণের পর সে বলতো, বাসিরকে বিয়ে করতে না পেলে আত্মহত্যা করবো। আর এটি করেই ফেলেছে সে। ৭২ হাজার টাকায় সমাধান হলেও কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়া আমাদের পরিবারকে ৬০ হাজার টাকা দিয়েছে। বাকিটা মটন মিয়া নিজের কাছেই রেখে দিয়েছেন।
এ বিষয়ে কথা বলতে হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মটন মিয়ার সাক্ষাৎ পাওয়া গেলেও তিনি এবিষয়ে কথা বলতে রাজি হননি।
এদিকে শনিবার দুপুরে হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, পরিবারের পক্ষ হতে নারী নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply