রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি।। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া এবং দলীয় প্রার্থীকে সমর্থন না দিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় আওয়ামী লীগের ৮ নেতাকে বহিষ্কার করা হয়েছে।এরা সবাই উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং বিদ্রোহী প্রার্থী, জেলা পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান। বৃহস্পতিবার (১৩ জুন) রাত ৮টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিষ্কৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান মিন্টু, জেলা পরিষদের সদস্য ও ছোটবগী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম সিকদার, পঁচাকোড়ালিয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য নজির হোসেন কালু পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বড়বড়ী ইউপি চেয়ারম্যান আলমগীর মুন্সী, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান দুলাল ফরাজী, সোনাকাটা ইউপি চেয়ারম্যান সুলতান ফরাজী, আওয়ামী লীগের সদস্য নান্নু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৈফিকুজ্জামান তনু জানান, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও নিয়ম অমান্য করায় তাদের বহিষ্কার করেন জেলা আওয়ামী লীগ।
Leave a Reply