রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:ট্রেড লাইসেন্স এর বকেয়া পরিশোধ না করায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নগরীর সাগরদী এলাকায় বিসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমতিয়াজ মাহমুদ জুয়েল মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় দুটি ব্যাংক সহ ৪টি প্রতিষ্ঠান থেকে এক বছরের বকেয়া আদায় করেন নগর কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স সুপারিনটেনডেন্ট মো. সহিদুল ইসলাম জানান, ‘ট্রেড লাইসেন্স এর বকেয়া আদায়ে সম্প্রতি তারা অভিযান কার্যক্রম শুরু করেছেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীর সাগরদী এলাকায় ট্রেড লাইসেন্স শাখার উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এসময় সেখানকার চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও চারটি প্রতিষ্ঠান থেকে এক বছরের বকেয়া সহ ৩৬ হাজার ১৪০ টাকা আদায় করা হয়।
যে চারটি দোকানে জরিমানা করা হয়েছে তার মধ্যে সাগরদী এলাকার আধুনিক সেনেটারী’র মিয়া মো. জাকির হাসানকে ৫ হাজার টাকা, মেসার্স রিনা মেডিকেল হলের সত্ত্বাধিকারী হোসনেয়ারাকে ৩ হাজার টাকা, লিয়াকত স্টোর্স এর লিয়াকত আলীকে ৫ হাজার টাকা এবং মর্ডান কম্পিউটার এন্ড গিফট কর্নারের শফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদের এক বছরের বেশি সময় ট্রেড লাইসেন্স ফি বকেয়া ছিলো।
তাছাড়া সোনালী ব্যাংক ও পূবালী ব্যাংক সাগরদী শাখায় এক বছরের বকেয়া সহ অন্যান্য খাতে মোট ১৫ হাজার ২৫০ টাকা করে, একই এলাকার রহমান সাইকেল স্টোর্স থেকে ২ হাজার ৩০০ টাকা ও জেই হারবাল বিউটি পারলার থেকে ৩ হাজার ৩৪০ টাকা বকেয়া আদায় করা হয়েছে।
Leave a Reply