শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে সময় কাটাতে চাইলে আপনার জন্য সুখবর! তার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা। তবে এবার হাতের নাগালে পাচ্ছেন!
‘স্মৃতির আঙিনা’ শীর্ষক ক্যাম্পেইন চালু করেছে বার্জার লাক্সারি সিল্ক ইমালশন। যেখানে ভক্তরা তাদের প্রিয় মুহূর্তের ছবি শেয়ার করে আকর্ষণীয় পুরস্কারের সঙ্গে জিতে নিতে পারবেন জয়ার সঙ্গে দেখা করার সুযোগ।
এই ক্যাম্পেইনের সেরা তিন বিজয়ীর বাড়িতে যাবেন জয়া আহসান। এ ছাড়াও সেরা ২০ জন অংশগ্রহণকারী তাদের একজন করে অতিথি নিয়ে জয়ার সঙ্গে লাঞ্চ বা ডিনারের সুযোগ পবেন।
জয়া আহসান বলেন, ‘সৃজনশীলতা তুলে ধরাই স্মৃতির আঙিনা ক্যাম্পেইনের লক্ষ্য। এ ধরনের আয়োজনে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। আশা করছি, ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের সঙ্গে সুন্দর সময় কাটবে।’
এতে অংশ নিতে আগ্রহীদের ভিজিট করতে হবে smritirangina.bergerlse.com ওয়েবসাইটে। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর।
Leave a Reply