জল্লা ইউপি চেয়ারম্যান নান্টু হত্যার সাথে জড়িত ৮ জন আটক Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




জল্লা ইউপি চেয়ারম্যান নান্টু হত্যার সাথে জড়িত ৮ জন আটক

জল্লা ইউপি চেয়ারম্যান নান্টু হত্যার সাথে জড়িত ৮ জন আটক




স্টাফ রিপোর্টার : বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টু হত্যার সাথে জড়িত আরো ৮ জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর ২ টায় আটককৃত আসামীদের সামনে রেখে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম এ তথ্য জানান। এসময় তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর জল্লা ইউনিয়নের কারফা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ারম্যান নান্টুকে গুলি করে হত্যা করে দূর্বৃত্তরা। এ ঘটনায় ৭/৮ জন নামধারীসহ ৩২ জনকে আসামী কওে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ঘটনার কয়েক দিনের মধ্যে সন্দেহভাজন ১২ জনকে আটকও করে পুলিশ।
পরে অধিকতর তদন্তের মাধ্যমে গত ৬ নভেম্বর রাতে ঢাকার মোহাম্মদপুর থেকে হত্যাকান্ডের সাথে জড়িত আরো ৮ জনকে আটক করে জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- শাকিল ইলাম রাব্বি, মামুন শাহ, কাউসার নেরনিয়াবাত, এরশাদ, কুদ্দুস হাওলাদার, হাদীরুল ইসলাম হাদী, দিপু ও সোহাগ। স্থানীয় রাজনীতিতে আধিপত্য বিস্তার ও মাদক বিক্রিকে কেন্দ্র করে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD