মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
ভান্ডারিয়া প্রতিনিধি ॥
কাঠালিয়ায় জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে ৬০ বছর বৃদ্ধকৃষককে কুপিয়ে জখম। গত শনিবার দুপুরে উত্তর বলতলা গ্রামের মৃত: হাসেম খানের ছেলে সুলতান খান তার নিজ বাড়ীর পাশে জমিতে গেলে একই গ্রামের প্রতিপক্ষ মামুন খান, ওয়ালিদ খান, রিয়াজ খান, রুবেল খান, পিতা মৃত: বারেক খান, মামুন মীর, পিতা মন্নান মীর সংঘবদ্ধ দলটি ঝালকাঠী জেলার উকিল কমিশন মো: নাছির উদ্দিন তাকে সাথে নিয়া সুলতান খানের জমির পাশে গিয়া প্রতিপক্ষ বলে এই জমি আমার তখন প্রতিপক্ষের সাথে কথার কাটাকাটি হয়।
একপর্যায়ে প্রতিপক্ষের সংঘবদ্ধ দলটি তদন্ত অফিসার উকিল কমিশন এর সামনে এলোপাথারী মারপিট শুরু করে, তখন তদন্ত অফিসার তাদেরকে বাধা দেয়, তার কথা উপেক্ষা করিয়া, তার সামনে মামুন খান গং দাও দিয়া কৃষক সুলতান খান এর মাথায় কোপ দেয় এবং অন্যরা এলোপাথারী পিটিয়ে গুরতর জখম করে। কৃষক সুলতান খান এর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় স্থানীয়রা তাহাকে ভান্ডারিয়া সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply