মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিছুদিন পর দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় লন্ডনের স্থানীয় সময় নোয়াখালী জাতীয়তাবাদী ফোরাম ইউকে আয়োজিত এক ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এম এ মালেক বলেন, “আমরা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম ঈদের পর দেশে ফিরতে। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। এখন তিনি এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।” তিনি আরও জানান, “ডাক্তাররা ম্যাডামকে চিকিৎসা দিচ্ছেন এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। তবে ফ্লাইটের নির্ধারিত সময়ে যদি কোনো সমস্যা হয়, তবে দু-এক দিন বিলম্ব হতে পারে।”
তিনি জানান, খালেদা জিয়া দেশে ফিরতে প্রস্তুত রয়েছেন এবং সব প্রস্তুতি প্রায় শেষ। তবে ফ্লাইটের সময়সূচি অনুযায়ী কিছুটা সময়ের পরিবর্তন হতে পারে।
তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে জানতে চাইলে এম এ মালেক বলেন, “আমাদের লিডারের দেশে যাওয়ার সময় নিয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে সম্ভবত, ম্যাডাম খালেদা জিয়া যাওয়ার কিছু দিন পরে তারেক রহমান দেশে ফিরতে পারেন। এক সাথে দুইজন একসঙ্গে দেশে যাবেন না, এটা আমি বিশ্বাস করি।”
এফটার মাহফিলে আরও উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির উপদেষ্টা আবুল হোসেন জসিম, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ইউকের সাধারণ সম্পাদক ব্যারিস্টার হামিদুল হক আফেন্দী লিটন, জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখা সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী প্রমুখ।
এই ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় এবং তার দ্রুত দেশে ফিরে আসার জন্য উপস্থিত নেতারা সকল প্রকার সহযোগিতার অঙ্গীকার করেন।
Leave a Reply