রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
কলাপাড়া (কুয়াকাটা) প্রতিনিধি॥ কুয়াকাটার গঙ্গামতি সমুদ্র সৈকত এলাকা থেকে মঙ্গলবার বিকেলে ১ হাজার মিটার কারেন্ট জাল সহ ১ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ ফাড়ির সদস্যরা। আটককৃত ওই জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। এ সময় ১৫ কেজি জাটকা ইলিশ জব্দ করে পুলিশ।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়িঁর এ এস আই কামরুল ইসলাম জানান, মটর সাইকেল চালকদের মাধ্যমে জানতে পারেন যে কারেন্ট জাল দিয়ে জাটকা ইলিশ ধরছে। এমন খবরের ভিত্তিতে এস আই সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সৈকতের গঙ্গামতির ঝাউবাগান এলাকা থেকে বিকেল সাড়ে ৩টার দিকে কারেন্ট জাল সহ আমির হোসেন নামক ১ জেলেকে আটক করতে সক্ষম হয়।
পরে আটককৃত ওই জেলেকে কলাপাড়া উপজেলা নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অনুপ রায়’র কাছে নিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ রায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেলে আমির হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত কারেন্ট জাল পুড়ে ফেলা হয়।জাটকা ইলিশ এতিম খানা ও দূস্থ্যদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।
Leave a Reply