মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:১৪ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে অনাবাদি জমি চাষের আওতায় আনার গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া মৌজায় নদীর পাশে চড়ে দশ বিঘা অনাবাদি জমি চাষাবাদ এর আওতায় আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি খরচে ট্রাক্টর দিয়ে নিজেই অনাবাদি জমি চাষাবাদ কাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোমরানি দাস, চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রোমান।
পরে উক্ত জমিতে পাটের বীজ বপন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা সবার উদ্দেশ্যে বলেন এক ইঞ্চিও জমিও অনাবাদি থাকবে না
Leave a Reply