কলাপাড়ায় মৃত ব্যক্তির নামে চাল উত্তোলন ॥ মহিপুরে চলছে চাল নিয়ে চাল বাজী Latest Update News of Bangladesh

বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- [email protected] অথবা [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




কলাপাড়ায় মৃত ব্যক্তির নামে চাল উত্তোলন ॥ মহিপুরে চলছে চাল নিয়ে চাল বাজী

কলাপাড়ায় মৃত ব্যক্তির নামে চাল উত্তোলন ॥ মহিপুরে চলছে চাল নিয়ে চাল বাজী




তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি ॥ কলাপাড়ার মহিপুর মৎস্যবন্দরে জেলেদের চাল বিতরন নিয়ে চলছে সীমাহীন অনিয়ম দূর্নীতির হোলিখেলা। চাল নিয়ে চলছে চালবাজী। কবর থেকে উঠে এসে মৃতব্যক্তির চাল উত্তোলনের পিলে চমকানো চাঞ্চল্যকর তথ্যবহুল বস্তুনিষ্ঠ খবরের সত্যতা পাওয়া গেছে।

শনিবার মহিপুর ইউনিয়ন পরিষদে প্রতি মাসে ৩০ কেজি করে চার মাসের চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কালে শুভংকরের ফাঁকিতে ১২০ কেজির পরিবর্তে ১০৫ কেজি চাল জেলেদের দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত জেলেরা চাল না পেয়ে ফুসে উঠতে শুরু করেছে, যে কোন সময় ঘটে যেতে পারে অনাকাংখিত দুর্ঘটনার ইতিবৃত্ত। জনপ্রতিনিধিদের নজির বিহীন হরিলুটের গ্যারাকলে পরেছে আমজনতা।

জেলেদের চালের তালিকায় রয়েছে মৃত্যু ব্যক্তি, প্রবাসে থাকা ব্যক্তি, হোন্ডাচালক, ভ্যান চালক, দোকানদার, বিত্তশালী ব্যক্তিদের নাম। যে সকল জেলেরা জীবনবাজী রেখে বঙ্গোপসাগরে রুপালী ইলিশ আহরন করে দেশের অর্থনীতি চাঙা রাখছে, তাদের নাম নেই জেলে তালিকায়। চালের স্লিপ পেলেও চাল পায়নি অনেকে।

ভোটের রাজনীতির গ্যাড়াকলে স্ব স্ব ইউপি সদস্যদের পছন্দের ভোটারেরা ছাড়া বিরোধীরা পাচ্ছেনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রনোদনার জেলে চাল। মাপে কম দেওয়ার রেওয়াজ তো আছেই। বঞ্চিত উত্তপ্ত জেলেদের ভয়ে মহিপুর ইউনিয়ন পরিষদ, থানা পুলিশ দিয়ে ৯০/৯৫ কেজি চাল বিতরন অব্যাহত রেখেছে।

১১৪ পটুয়াখালী-৪ আসনের সাংসদ অধ্যক্ষ মুহিব্বুর রহমান মুহিব এ চাল বিতরনের আনুষ্ঠানিক উদ্ভোধন করে দিলেও বোধদয় ঘটেনি মহিপুরের জনপ্রতিনিধিদের। চাল চুরির নজির বিহীন ইতিবৃত্তে প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন সাফল্য ভেস্তে যেতে বসেছে মহিপর ইউনিয়নে। ডাবল নামে চাল বিতরনরেও সত্যতা পাওয়া গেছে। ইউনয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. মোসলেম বিশ্বাসের নাম জেলে তালিকায় দুইবার রয়েছে।

৯৫৮ জন কার্ডধারী অনুমোদিত জেলেদের মধ্যে ৬৯৬ জন তালিকাভূক্ত জেলে চাল পেয়েছে। এদিকে মহিপুর ইউনিয়নের জেলেদের চাল বিতরণ তালিকার ৮৮ নং ক্রমিকে লাল মিয়ার পুত্র মৃত্যুঃ বাবুল হাং, ১২৩ নং ক্রমিকের রমজান আলি হাওলাদারের পুত্র মৃত্যুঃ আবুল কাশেম হাং, ১৪৮ নং ক্রমিকে মালেক মোল্লার পুত্র মৃত্যু মাহবুব মোল্লার নামে চাল উত্তোলন করা হয়।

এছাড়াও ছত্তার খাঁনের পুত্র মালয়েশিয়া প্রবাসী ইউসুফ খাঁন, ফয়জর আলীর পুত্র হুন্ডা চালক আব্দুল সালাম, হোসেন আলী জমাদ্দারের পুত্র রবিউল জমাদ্দারও প্রবাসী হয়ে জেলেদের নামের চাল উত্তোলন করেন। অথচ প্রকৃত জেলেদের চালের তালিকায় নাম নেই। সাগরে যারা জীবন বাজি রেখে মাছ ধরে তাদের সকলের একটাই দাবী পুরাতন তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরী করা হোক।

ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজিবপুর গ্রামের জেলে আব্দুল হাই হাওলাদার জানান, আমি চার মাসের চাল বাবদ ১২০ কেজি পাওয়া কথা থাকলেও প্রকৃত চাল পেয়েছি সাড়ে তিন বস্তা অর্থাৎ ১০৫ কেজির মত।

মহিপুর ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম আকন বলেন, এ তালিকায় আমার কোন হাত নেই। ২০১৪ সালে প্রাইমারী স্কুলের শিক্ষকরা এ তালিকা তৈরী করেন। একটি পক্ষ পুরাতন তালিকা বাদ দিয়ে নতুন তালিকা তৈরী করতে বললে আমি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে, তিনি আমাকে চলমান তালিকা অনুসারে চাল বিতরণের নির্দেশ দেন।

এবিষয়ে কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুপ দাশ বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD