মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৩ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের বানকাঠি গ্রামে রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।
সোমবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে বানকাঠী গ্রামের সোহেল হাওলাদারের টিনশেড বসতঘরে এ অগ্নিকাণ্ড ঘটে।
তবে এ সময় সোহেল হাওলাদার ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের পর স্থানীয় লোকজন তা নেভানো চেষ্টা করলেও মুহূর্তেই তা গোটা বসতঘরে ছড়িয়ে পড়ে।
ঘর মালিক সোহেল জানান, আগুনে বসতঘরের পাশাপাশি ধান, চাল, ইলেকট্রিক সামগ্রী ও আসবাবপত্র মিলিয়ে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
নিঃস্ব হয়ে গেছেন জানিয়ে তিনি বলেন, ইতিপূর্বে আরও দুইবার আগুন দেওয়া হয়েছিল আমার বসতঘরে। এবারে বাড়িতে কেউ না থাকায় কুচক্রী মহল আগুন দিতে পারে।
উজিরপুর মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a Reply