সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৫ অপরাহ্ন
বরগুনা প্রতিনিধি॥ বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে উচ্চ আদালতে আপিল আবেদনের প্রস্তুতি শুরু হয়েছে।
বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে ফাঁসির রায় ঘোষণার পরপরই মিন্নির আপিলের জন্য ওই আদালতেই আবেদন করেন মিন্নির আইনজীবী। কারাগার থেকে ১ অক্টোবর জেল কর্তৃপক্ষের মাধ্যমে ওকালতনামায় মিন্নির স্বাক্ষর নেয়া হয়।
মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আমরা ওকালতনামায় মিন্নির সই ও স্বাক্ষর নিয়েছি। আদালত থেকে সই মোহরকৃত মামলার কপি পেলেই উচ্চ আদালতে যাব। এ জন্য আইনজীবীও নিয়োগ করা হয়েছে।
এদিকে মিন্নিসহ মৃত্যুদণ্ড প্রাপ্ত ছয় আসামির ডেথ রেফারেন্স নথি হাইকোর্টে পাঠানোর প্রক্রিয়া চলছে। বরগুনার জেলা ও দায়রা জজ আদালত থেকে রোববার এ নথি হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠানোর কথা রয়েছে।
মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর অভিযোগ করে বলেন, আমরা জরুরি ভিত্তিতে আদালতের কাছে সইমোহরকৃত মামলার কপি চেয়েছি। কিন্তু তারা ইচ্ছা করেই কালক্ষেপণ করছেন।
২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে ওই ঘটনায় দায়ের করা মামলায় প্রধান সাক্ষী করা হয় রিফাতের স্ত্রী মিন্নিকে। পরে সাক্ষী থেকে মামলার আসামি করা হলে মামলা নতুন দিকে মোড় নেয়।
গত বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের দেয়া রায়ে মিন্নি, রিফাত ফরাজী, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম সিফাত, মো. রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয়, মো. হাসানকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বেকসুর খালাস দেয়া হয় চার আসামিকে। ওই রায় প্রদানের সাত কার্যদিবসের মধ্যে দণ্ডিত আসামিদের আপিল করার জন্য রায়ে উল্লেখ করা হয়।
Leave a Reply