মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় প্রাথমিকভাবে ২০ হাজার ২৭৭ জন পাস করেছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক এ তথ্য জানান।গত ৩ মে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৪০তম বিসিএসে অংশ নেওয়ার জন্য মোট চার লাখ ৯৬৩ জন রেজিস্ট্রেশন করেন। পরীক্ষায় অংশ নেন মোট তিন লাখ ৩৪ হাজার ৩৮ জন।
কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) ৪০তম বিসিএসের ফল দেখা যাবে। এছাড়া টেলিটক মোবাইল সংযোগের মাধ্যমে এসএমএস করে ফল জানা যাবে।
ম্যাসেজ অপশন গিয়ে PSC40Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে রেজিস্ট্রেশন নম্বরসহ কোয়ালিফাই অথবা নট কোয়ালিফাই হিসেবে ফল জানা যাবে।
Leave a Reply