সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ছুটছে মানুষ। যানবাহনের জন্য দীর্ঘ প্রতীক্ষা, দুর্ভোগ আর ক্লান্তিতেও ম্লান হচ্ছে না তাদের মুখমণ্ডলের আনন্দের ছাপ। এ যেন এক অন্যরকম অনুভূতি। কখনো জীবনের ঝুঁকি নিয়ে, কখনো অতিরিক্ত ভাড়া দিয়ে অবিরাম পথ চলা। গতকাল শুক্রবার সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থানে যাওয়া যাত্রীদের ভিড়।
গাবতলী বাস টার্মিনালের কিছু কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার থেকেই মূলত যাত্রীদের চাপ শুরু হয়েছে। তবে শুক্রবার ভিড় আরো বাড়বে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে বলেছেন, ‘এবার ভোগান্তি নেই। রাস্তাঘাট গত কয়েক বছরের চেয়ে অনেক ভালো। আমরা যানজট নিরসনে পরিকল্পিতভাবে ব্যবস্থা নিয়েছি। কোনো অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া, গাবতলীতে আরো দেখা গেছে, কিছু কিছু যাত্রী আজও টিকিটের জন্য এসে না পেয়ে ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার ঢাকার আশপাশের জেলার যাত্রীরা দুই/একটা টিকিট একটু বেশি দামে পেলেও দূরের জেলার টিকিট অনেক আগেই শেষ হয়ে গেছে। অনেকে আবার দ্বিগুণ দামে টিকিট কেনার জন্য ঘোরাঘুরি করছেন, কিন্তু পাচ্ছেন না। একটি বেসরকারী কোম্পানিতে চাকরি করেন মো. তামিম। রাজশাহী যাবেন।
তিনি বলেন, ‘কোথাও টিকিট নেই। দীর্ঘ সময় ঘোরাঘুরির পর এখন বাসায় ফিরে যাচ্ছি। কাল ট্রেনে যেতে পারি কিনা চেস্টা করব। বাসের ছাদে এতটা পথ যাওয়া ঠিক হবে না।’ অপর এক যাত্রী সাইদুল হক বলেন, ‘টিকিট পাওয়া যাচ্ছিল না। পরে প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে টিকিট কেটেছি।
খুব সকালে এসেছি এখানে। এসেই গাবতলীর এক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘুরে টিকিট পাইনি। পরে একজনকে পেলাম তিনি দ্বিগুণ দামে টিকিট দিয়েছেন।’ ঢাকা-কুয়াকাটা রুটের গোল্ডেন লাইন পরিরবহনের কাউন্টার মাস্টার জানান, গাড়ি স্বাভাবিকভাবেই চলছে। আগে থেকে যেসব যাত্রী টিকিট কেটে রেখেছেন তারাই শুধু যাচ্ছেন।
নতুন করে যাত্রীদের আর টিকিট দেওয়ার সুযোগ নেই। ঢাকা-ঝালকাঠি রুটের সাকুরা পরিবহনের ম্যানেজার ফারুক জানান, এবার ব্যবসা বেশি জমেনি। তবে রাস্তাঘাটে এখনো ওইভাবে যানজট লাগেনি। সকাল থেকে প্রত্যেকটি গাড়িই সঠিক সময়ে পৌঁছেছে।
Leave a Reply