সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের আকাশ সোমবার শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার । আরব নিউজের এক প্রতিবেদনে সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর চাঁদ দেখা যায়। এ বছর বাংলাদেশে রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর।
ঈদুল ফেতরের তারিখ নির্ধারণে ইতোমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে কমিটি রোজার ঈদের তারিখ ঘোষণা করবে।
বাংলাদেশের আকাশে কোথাও মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ নম্বরে ফোন করে অথবা ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্সে জানাতে অনুরোধ জানিয়েছে চাঁদ দেখা কমিটি।মাসব্যাপী রোজার পর মঙ্গলবার চাঁদ দেখা গেলে ৫ জুন বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে।
Leave a Reply