সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে বুধবার বিকেলে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৃহবধূর স্বজনরা জানান, সম্প্রতি শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে মেয়েটি। মঙ্গলবার সেহরির সময় বাড়ির পাশের একটি টিউবওয়েলে পানি আনতে গেলে ওঁত পেতে থাকা নাজিম উদ্দিন ও তার সহযোগীরা তাকে মুখে গামছা বেঁধে একটি ঝোপঝাড়ে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণ করা হয়।এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। নাজিম উদ্দিন একই এলাকার আলী আকবরের ছেলে।
বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক বলেন, ধর্ষণের ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান জানান, ধর্ষণের অভিযোগ এনে এক গৃহবধূ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার করার পর বোঝা যাবে, তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না।
Leave a Reply