বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুরু হয়েছে ডাম্পিংয়ের কাজ। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও বস্তির প্রায় সব ঘর পুড়ে গেছে। এখানে হাজারেরও বেশি ঘর ছিল বলে দাবি করেছেন বস্তিবাসীরা।শুক্রবার (১৬ আগস্ট) রাতে ফায়ার সার্ভিসের অপারেশন (মেইনটেনেন্স) অফিসার লে. কর্নেল জিল্লুর রহমান ব্রিফিংয়ে একথা বলেন।
প্রথমে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও পর্যায়ক্রমে তা বাড়ানো হয়েছে। সর্বশেষ ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান জানান, এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। তদন্ত করে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে।
তিনি বলেন, রাত সাড়ে দশটার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। আগুন নিয়ন্ত্রণে আনতে ২৪টি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত তিন জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে নিহত বা নিখোঁজ থাকার কোনও সংবাদ আমরা পাইনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অতিরিক্ত সচিব তরুণ কান্তি শিকদার বলেন, আগুন নেভাতে এখানে সিটি করপোরেশন এবং ওয়াসার পক্ষ থেকে পানি দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে অনেকেই সহযোগিতা করেছে। তবে উৎসুক জনতা চারপাশে দাঁড়িয়ে থাকায় আগুন নেভানোর কাজে ব্যাঘাতও ঘটিয়েছে। আমরা কাজের ব্যাঘাত ঘটুক তা চাই না। এখনও কেউ মারা যাওয়ার খবর আমরা পাইনি।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দীলিপ কুমার সাহা জানান, ঝিলের ওপরে ঘরবাড়িগুলো করা ছিল। কাঠ, বাঁশ এবং চাটাই ও টিন দিয়ে ঘরবাড়িগুলো তৈরি করা। আগুন লাগার পরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঝিলে পানি থাকায় আমাদের সেখানে ঢুকতে বেগ পেতে হয়েছে। আশেপাশের গার্মেন্টস ফ্যাক্টরি থেকেও পানি পেয়েছি। এখন পর্যন্ত কারও নিখোঁজ থাকার কথা জানায়নি কোনও পরিবার। বস্তির গলি সরু থাকায় গাড়ি ভেতরে ঢোকানো যায়নি। মেইন সড়কে গাড়ি রেখে পাইপ টেনে পানি নেওয়া হয়েছে, এজন্য বেগ পেতে হয়েছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক ( অপারেশনস) দেবাশীষ বর্ধন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিংয়ের (ক্ষয়-ক্ষতি নিরূপণ ও হতাহতের অনুসন্ধান) কাজ শুরু হয়েছে। রাতভর এ কাজ চলবে।
এদিকে, বস্তিবাসীরা অভিযোগ করেছেন, আগুনে তাদের হাজারেরও বেশি ঘর পুড়ে গেছে। এসব ঘরে তাদের সহায় সম্বল যা ছিল সব পুড়ে গেছে। আগুনে তারা সর্বস্ব হারিয়েছেন।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-৭ নম্বরে রূপনগর থানার পেছনে চলন্তিকা বস্তিতে আগুন লাগে। চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে ছোট ছোট ঘর বানিয়ে গড়ে তোলা হয়েছিল বস্তিটি।
Leave a Reply