রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
মির্জাগঞ্জ প্রতিনিধি : বিদায় মানেই বেদনার। তবুও বেদনার দিনকেও চিরস্মরণীয় হয়ে থাকে। এমনই এক বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল বাসার। ওই শিক্ষকের অবসরজনিত উপলক্ষে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখা বর্ণিল এই ব্যাতিক্রমধর্মী আয়োজন করেন। বিভিন্ন ফুলের মালা দিয়ে সাজানো একটি মাইক্রো গাড়িতে করে ওই শিক্ষককে বিদায় জানান সহকর্মীরা।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখা আয়োজিত বিদায় সংবর্ধনা শনিবার বিকেলে(২৫ নভেম্বর) উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মির্জাগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মির্জাগঞ্জ উপজেলা ইন্সট্রাক্টর (ইউ আর সি) মোঃ মাইনুল ইসলাম হাওলাদার,এসো শিখি প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মনিরুজ্জামান,বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি ও পটুয়খালী জেলা শাখার সভাপতি কাজী মোঃ মনিরুজ্জামান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির মির্জাগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন মল্লিক ও সাংগঠনিক সম্পাদক এম শামীম আহম্মেদ নাসির মোল্লা প্রমূখ।
প্রধান শিক্ষক মোঃ আজিজুল বাসার বলেন, বিদায় আসলে কষ্টেরই হয়। উপজেলা শিক্ষকরা একটা পরিবারের মতো ছিলো। এই ব্যাতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শিক্ষক পরিবারকে ধন্যবাদ জানান এবং আমার জন্য দোয়া করবেন ও সকলের জন্য আমার দোয়া রেখে গেলাম।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ রিয়াজুল হক বলেন, একজন শিক্ষক যখন তার চাকরিজীবন শেষ করেন, তখন মনে মনে তিনি অনেক কষ্ট পান। সন্তানতুল্য শিক্ষার্থীদের রেখে চলে যাওয়া খুব কষ্টের। বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্যই বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করেছে। মির্জাগঞ্জে এই পথম এমন উৎসবের মধ্যে দিয়ে প্রধান শিক্ষককে বিদায় দেয়া হয়েছে। শুধু আজিজুল বাসার নয়, প্রতিটি শিক্ষকের বিদায় সম্মানের সহিত এমন হওয়া উচিত।
Leave a Reply