শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৪ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ একদিনের ঝটিকা সফরে রোববার (১৯ জানুয়ারি) রাতে ঢাকায় পৌঁছান আইসিসির সিইও মানু সোয়ানি ও কমার্শিয়াল জেনারেল ম্যানেজার ক্যাম্পবেল জেমিসন। সোমবার (২০ জানুয়ারি) বিসিবি কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে বৈঠক করবেন তারা। এরপর জাতীয় সংসদে সন্ধ্যা সোয়া ৭টায় সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।
এ নিয়ে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, বৈশ্বিক ইভেন্টের জন্য বিড করবেন তারা। আর সেসব নিয়ে বিস্তারিত কথা বলতেই আইসিসির এই দুই কর্মকর্তার ঢাকায় আসা। তিনি বলেন, ‘বিভিন্ন সময় যেসব দেশ আইসিসি ইভেন্ট হোস্ট করেছে, সেই দেশগুলোতে ওরা সফর করছে। ইভেন্টগুলো সম্পর্কে বোঝানোর জন্য। এই টুর্নামেন্ট করলে বেনিফিটস কী, সে সম্পর্কে বোঝাবে। এটা একটা বিডিং প্রসেসের মাধ্যমে হবে। লাভ-ক্ষতি দেখে আমরা বিডিংয়ে অংশ নেব।’
১৯৯৮ সাল থেকে আইসিসি ইভেন্ট আয়োজন করে বাংলাদেশ। ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্টের সফল আয়োজন করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পেয়েছে আইসিসি।
নিজামউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘আমরা আগে যে টুর্নামেন্টগুলো আয়োজন করেছি, তা বিড করে নিয়েছিলাম। বিডিং প্রসেস সম্পর্কে সরকারকে অবহিত করতে কাল (আজ) স্বরাষ্ট্র ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারা।’
‘বিডিংয়ের জন্য টেন্ডার ডকুমেন্ট থাকে, সেখানে জানতে চাওয়া হয় হোস্ট রাইটস পেতে চাইলে আমরা কী কী সুবিধা দেবো। আমরা তখন বলব, নিরাপত্তা দেবো, হোটেল দেবো, চারটি মাঠ দেবো। মিডিয়া ফ্যাসিলিটে দেবো। ওগুলো অ্যাসেস করে তারা ইভেন্ট বণ্টন করবে।’
Leave a Reply