শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশন শনিবার (২ নভেম্বর) ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ড. কামাল হোসেনের সাথে সাক্ষাৎ করেছে। এ সময় ড. কামাল হোসেন সংবিধানকে সমসাময়িক করার বিষয়ে কমিশনকে পরামর্শ দিয়েছেন।
কমিশনের বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজসহ অন্যান্য সদস্যরা। তাঁরা সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন এবং কমিশনের কার্যক্রমকে ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেছেন এবং বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী সংবিধানকে সমসাময়িক করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেন যে, একটি উন্নত সমাজের জন্য প্রয়োজনীয় আইন ও বিধি পরিবর্তনের প্রয়োজন রয়েছে, যা জনগণের জীবনযাত্রাকে উন্নত করবে।
প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশনের অন্যান্য সদস্যরা হলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ইমরান সিদ্দিকী, অধ্যাপক মুহাম্মদ ইকরামুল হক, অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া, এম মঈন আলম ফিরোজী, লেখক ফিরোজ আহমেদ, মানবাধিকারকর্মী মো. মুস্তাইন বিল্লাহ এবং শিক্ষার্থী প্রতিনিধি মো. মাহফুজ আলম।
Leave a Reply