রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি॥ ‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নে দায়িত্ব সবার’ শ্লোগান নিয়ে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে সার্কিট হাউজ চত্ত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচীর উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের সভা কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়ার রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, বিএমপি’র উপ-কমিশনার মো. মোয়াজ্জম হোসেন ভূঁঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. মো. নরুল আলম, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সনাক বরিশালের সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী। সভায় উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় জন্ম নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরেন অতিথিরা।
Leave a Reply