বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত আহবায়ক কমিটির উদ্যোগে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বরিশাল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য মরহুম জননেতা মহিউদ্দিন আহাম্মেদ’র ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ আছর পাতারহাট উত্তর বাজার বড় জামে মসজিদে আয়োজিত এই দোয়ার অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নবগঠিত কমিটির আহবায়ক ও পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সিনিয়র যুগ্ম-আহবায়ক ফিরোজ গোলদার, যুগ্ম-আহবায়ক সিহাব আহম্মেদ আওলাদ, যুগ্ম-আহবায়ক জাবেদ হাওলাদার, যুগ্ম-আহবায়ক আসলাম মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা হাচানুল ইসলাম জুলহাস, জুলকার নাইম মুন্সি, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্থরের মানুষ দোয়া মিলাদে অংশগ্রহণ করেণ।
পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারসহ বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেণ উত্তর বাজার বড় জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুল্লাহ।
Leave a Reply