শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
কলাপাড়া প্রতিনিধি ॥
পটুয়াখালীর কলাপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী ধর্ষন ও হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেফতারকৃত সন্দেহভাজন দু’আসামীর ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার এসআই এনায়েত আসামীদের ৭দিনের রিমান্ড আবেদন করার পর বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মনিরুজ্জামানের আদালত শুনানী শেষে আসামীদের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ভিকটিম শিশুর সৎমা সালমা বেগম (২৫) ও প্রতিবেশী শামসু ঘরামীর ছেলে কাওছার ঘরামী (২৪) কে গ্রেফতার দেখিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করেন। এদিকে মামলার বাদী (এজাহারকারী) মো: ইসমাইল হোসেন ঘরামী রবিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আইনজীবী নিয়োগ করে সালমা বেগমের পক্ষে অব্যাহতির আবেদন করেন। বিজ্ঞ আদালত শুনানী শেষে এজাহার কারীর আবেদন সহ আসামী পক্ষের নিযুক্তীয় কৌশলীর জামিন আবেদন না মঞ্জুর করলেও এজাহারকারীর মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগের আবেদন মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এনায়েত জানান, মামলাটি একটি চাঞ্চল্যকর ও স্পর্শ কাতর মামলা। সন্দেহভাজন দু’আসামীকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় ভাবে জিজ্ঞাসাবাদে ৬ষ্ঠ শেনীর স্কুল ছাত্রী ইভা হত্যা ও ধর্ষনের সাথে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে। উল্লেখ্য, মঙ্গলবার (১৪আগষ্ট) রাত ৮টায় একদল দুর্বৃত্ত মহিপুর থানাধীন সেরাজপুর গ্রামের ইসমাইল হোসেন ঘরামীর ঘরে প্রবেশ করে শিশু ইভাকে পাশবিক নির্যাতন ও ধর্ষন শেষে শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন বুধবার রাতে ইভার বাবা ইসমাইল হোসেন ঘরামী বাদি হয়ে ধর্ষণ ও হত্যার অভিযোগে অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
Leave a Reply