মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক:
বরিশাল সদর আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন বিএনপি নেতা এবায়দুল হক চাঁন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে পলটনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কাছ থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন বরিশাল ছাত্রদলের এক নেতা।বরিশাল বিএনপির এই নেতা বিগত সময়ে আন্দোলন সংগ্রামে অগ্রভাগে থেকে অগ্রণী ভুমিকা রেখেছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন সংগ্রামে নেমে তিনি বেশ কয়েকটি মামলারও আসামি হয়েছে।সাম্প্রতিকালে অনুষ্ঠেয় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিতেও তিনি মনোনয়ন ক্রয় করেছিলেন। কিন্তু পরবর্তীতে হাইকমান্ডের নির্দেশনা পেয়ে তা তিনি প্রত্যাহার করে নেন। তৃণমূলে জনপ্রিয় এবায়দুল হক চাঁন সকলের কাছে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত।সোমবার রাতে মনোনয়ন ক্রয়ের বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সভাপতি এবায়দুল হক চাঁন বলছেন- কেন্দ্র থেকে গ্রীণসিগনাল পেয়েই মাঠে নেমেছেন।বরিশালে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে জানিয়েছে বলেন- দল মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচনে অংশ নিবেন এবং জয়ী হবেন। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন বরিশাল বিএনপি নেতা এবায়দুল হক চাঁন।
Leave a Reply