শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১২ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি ॥ ভোলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভোলা গজনবী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ভেদুরিয়া ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে শিবপুর ইউনিয়ন দল। শিবপুর ইউনিয়নের পক্ষে একমাত্র গোলটি করেন মোঃ রাসেল।
খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক পুরস্কার বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রিয় গ্রুপের চেয়ারম্যান মাইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, এসিল্যান্ড মোঃ কাওছার হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা করলে মনমানসিকতা, স্বাস্থ্য ভালো থাকে। খেলাধুলা যুব সমাজকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তাই সবাই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হবে। আগামীতে তোমাদের মধ্যে থেকেই জাতীয় দলের নেতৃত্ব তৈরি হবে।
Leave a Reply