রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন
ইমতিয়াজুর রহমান।।উৎসবমূখর পরিবেশে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্ষুদে পার্লামেন্ট খ্যাত স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।শিক্ষা মন্ত্রানালয়ের নির্দেশনা অনুযায়ী ১৪ মার্চ সকাল ৯টা থেকে অত্র বিদ্যালয়ে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত চলে।
বিদ্যালয়ের দিবা শাখায় ১৫ জন ও প্রভাতি শাখায় ১৬ জন মোট ৩১ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয় এবং শিক্ষার্থীদের দেয়া ভোটে নির্বাচিত হয় ১৬ জন প্রার্থী। দিবা শাখায় ৫৫৮ জন ভোটার ও প্রভাতি শাখায় ৫৪৪ জন ভোটার ছিলো।
এ নির্বাচনে বিদ্যালয়ের ১০ টা বুতে ভোট গ্রহন চলে। প্রধান নির্বাচন কমিশনার দিবা শাখার দায়িত্বে ছিলেন মালিহা আক্তার ও প্রভাতি শাখায় নাফিজা নাওয়াল সানি। এটা বিদ্যালয়ের ৫ম স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন।
জাতীয় নির্বাচনের মত বিদ্যালয়ের ছাত্রীদের মাঝেও নির্বাচনের সকল দায়িত্ব তুলে দেওয়া হয়। তাদের মাঝে ছিলো প্রধান নির্বাচন কমিশনার, পিছাইডিং অফিসার, সহকারি পিছাইডিং অফিসার, পোলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ব্যালট পেপারসহ নির্বাচন পরিচালনার সকল সরঞ্জাম।
নির্বাচনে শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলো বিদ্যালয়ের গার্লস গাইড এর একটি প্রতিনিধি দল।
শুরুর প্রথম দিকে ভোটারদের প্রচন্ড ভীড় থাকলেও পরে ভোটারে উপস্থিতির ধীর গতি পায়। এ নির্বাচনে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত সকল শিক্ষার্থী অংশগ্রহন করে। ভোট প্রদানের সময় শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাড়িয়ে সিরিয়াল ঠিক রেখে অানন্দ চিত্তে ভোট দেয়।
স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন বিষয়ে এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল হক আজাদ জানান সুন্দর এবং উৎসব মূখর পরিবেশে বিদ্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচিত প্রতিনিধিবৃন্দ বিদ্যালয়ের বিভিন্ন কাজে শিক্ষকদেরকে সহযোগীতা করবে এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা দেখভাল করার দায়িত্ব পেল। এ নিবার্চনের মাধ্যমে শিক্ষার্থীরা আগামীদিনের নিয়ম শৃঙ্খলা সঠিক ভাবে প্রয়োগে ভূমিকা রাখবে। এভাবেই গড়ে উঠবে অাগামী দিনের নেতা।
Leave a Reply