মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক: প্রকাশ্য দিবালোকে আট বছরের এক শিশুর কাটা মাথা ব্যাগে নিয়ে পালানোর সময় জনতার গণপিটুনিতে এক যুবক (২২) নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা পৌনে ১টার নেত্রকোনা শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে এ ঘটনা ঘটে।নিহত শিশু শহরের পূর্ব কাটলী এলাকার রিকশাচালক রইছ উদ্দিনের ছেলে সজীব মিয়া (৮)।আর গণপিটুনিতে নিহত যুবক এখলাসউদ্দিনের ছেলে রবিন (২২)। সে পেশায় একজন রিকশাচালক এবং মাদকসেবী বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক যুবক হাতে একটি ব্যাগ নিয়ে বারহাট্টা রোডের পাশে সুইপার কলোনিতে মদ খেতে যায়। এ সময় ব্যাগে থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।পরে তারা ব্যাগটি দেখতে চাইলে ওই যুবক দৌড়ে পালাবার চেষ্টা করে। তখন স্থানীয়রা তাকে আটক করে ব্যাগ তল্লাশি করে তার মধ্যে এক শিশুর ছিন্ন মাথা দেখতে পায়। পরে উত্তেজিত জনতা জড়ো হয়ে তাকে এলোপাতারি গণপিটুনি দেয়। গণপিটুনির একপর্যায়ে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ এবং শিশুর ছিন্ন মাথাটি উদ্ধার করে। পরে সজীবের স্বজনরা হাসপাতালে গিয়ে ছিন্ন মাথাটি সজীবের বলে শনাক্ত করে।নিহত শিশুর স্বজনরা জানায়, সকাল সোয়া ১১টার দিকে সে তার বাবার কাছ থেকে পাঁচ টাকা নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাওয়ার জিনিস কিনতে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এদিকে বিকেল ৩টার দিকে কাটলী এলাকার একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের তিনতলার ছাদে সজীবের দেহের বাকি অংশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোণা মডেল থানার ওসি তাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে শহরের নিউটাউন এলাকার অনন্তপুকুর পাড়ে ২২ বছর বয়সী রবিন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
রবিনের সঙ্গে থাকা ব্যাগে যে শিশুর কাটা মাথা পাওয়া গেছে, সে নেত্রকোণা শহরের কাটলি এলাকায় রইছ উদ্দিনের ৮ বছরের ছেলে সজীব। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে শিশুটির মাথা ও যুবকের লাশ উদ্ধার করে।ওসি আরও বলেন, পদ্মাসেতু তৈরিতে মাথা প্রয়োজন-এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই। তবে পিটুনিতে নিহত যুবক মাদকাসক্ত বলে জানা গেছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।শিশুর কাটা মাথা।
Leave a Reply