বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি।। মেহেন্দিগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবল দেওয়ান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্ব সলদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মজিবল জেলার দেওয়ান উপজেলার উলানিয়া ইউনিয়নের নোয়াখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে সলদি গ্রামের বাসিন্দা লিয়াকত মাস্টারের বাড়ির নারিকেল গাছ ছুলতে (পরিষ্কার) উঠেন মজিবল। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের সঙ্গে ঝুলতে থাকেন তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। লিয়াকত মাস্টার এ তথ্য নিশ্চিত করেছেন।
Leave a Reply