বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে যুবক পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ির মহালছড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে মহালছড়ির যৌথ কামার ত্রিপুরাপাড়া এলাকা থেকে রতন ত্রিপুরা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক রতন ত্রিপুরা মহালছড়ির যৌথ খামার ত্রিপুরাপাড়ার সুখেন্দু ত্রিপুরার ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে নিজের বাড়িতে একাই ছিল ওই গৃহবধূ। তাকে একা পেয়ে রতন ত্রিপুরা ধর্ষণ করে পালিয়ে যায়।
মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ফকির বলেন, ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।ওই গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply