রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৫ পূর্বাহ্ন
বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি॥ বানারীপাড়ায় মুক্তিযোদ্ধাদের দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে যুদ্ধাপরাধের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করতে বলেন প্রধান অতিথি।
মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক। বিশেষ আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,মুক্তিযুদ্ধকালীণ বেজ কমান্ডার বেনী লাল দাস গুপ্ত বেণু ,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। বক্তারা দেশে চলমান দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে সমর্থন জানিয়ে বলেন,এরমূল উৎপাটন করে দেশকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অতন্ত্র প্রহরীর ভূমিকায় কাজ করে যাবেন।
Leave a Reply