রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া(বরিশাল) থেকে: বাংলাদেশ মৎস্য অধিদপ্তর কর্তৃক ২২ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর ইলিশের প্রজনন সময়ে নদ-নদীতে জেলেদের কোন প্রকার জাল ব্যবহার করে মাছ শিকারের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ওই সময় থেকে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় ট্রলার নিয়ে অভিযান পরিচালনা করে যাচ্ছেন। নদীতে অভিযান পরিচালনা করার পরেও যখন কিছু কিছু অসাধু জেলেদের মাছ ধরা থেকে থামানো যাচ্ছিলোনা,ঠিক সেই সময়ে জেলে বেষ্টিত এলাকায় গিয়ে তাদের সাথে প্রতিনিয়ত সচেতনতামূলক মতবিনিময় সভা করছেন এমপি মো. শাহে আলম।
১৪ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার চাখার ইউনিয়নের চিড়াপাড়া আদনান মাদ্রাসা মাঠে জেলেদের নিয়ে ডিমওয়ালা মা ইলিশ রক্ষায় নিষিদ্ধ সময়ে মাছ শিকার বন্ধ রাখতে সচেতনতামূলক মতবিনিময় সভা করেন। এসময় তিনি লোভ লালসা পরিহার করে নিষিদ্ধ সময়ে যেসব জেলেরা ইলিশ শিকারে বিরত থাকবে তাদের পুর্নবাসনে সার্বিক সহায়তার আশ্বাস দেন। চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন ও ওসি খলিলুর রহমান প্রমুখ।
Leave a Reply