বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
বরিশাল প্রতিনিধি ॥ বাকিতে কেক না দেয়ায় বরিশালে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে মোঃ প্রিয়ঙ্গন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী কবির হোসেন বেপারী।
অভিযোগ সূত্রে জানা যায়, কবির হোসেন বেপারীর মালিকানাধীন নগরীর কেডিসি এলাকায় বৈশাখী ফাস্ট নামে একটি কেক এর কারখানা রয়েছে। সেখান থেকে কেক নিয়ে টাকা দিতে টালবাহানা করতো প্রিয়ঙ্গন নামের ওই যুবক। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবির হোসেনের মালিকানাধীন নগরীর ফকির বাড়ি রোডের ‘কেক হাউস’ নামের কারাখানাতে ১০ পাউন্ডের একটি কেক অর্ডার করেন প্রিয়ঙ্গন। যার মূল্য ১৩০০ টাকা। পরবর্তীতে সন্ধ্যায় ২/৩ জন লোক নিয়ে অর্ডার দেয়া কেক নিতে আসলে পরে টাকা দেবে বলে জানায়। কিন্তু কারখানা মালিক বাকিতে কেক দেবেন না বলে জানালে অভিযুক্ত প্রিয়ঙ্গন কবির হোসেনকে গালাগাল করে। একপর্যায়ে তাকে মারধর করে প্রিয়ঙ্গন ও তার সহযোগিরা। এ ব্যাপারে অভিযুক্ত প্রিয়ঙ্গনের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply