বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন
বরগুনা সংবাদদাতা।। বরিশাল বিভাগের তিন জেলার তিনটি উপজেলায় অনুষ্ঠিত পঞ্চম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে।
বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থী মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ২৮৫১৪ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিদ্রোহী প্রার্থী মোঃ মনিরুজ্জামান মিন্টু পেয়েছেন ১০৬৯৬ ভোট।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের ভাই ও উপজেলা আ.লীগের সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ (আনারস প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন আ.লীগ মনোনীত প্রার্থী হোসাইন মোশারেফ সাকু (নৌকা প্রতীক)।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে ১১ হাজার ৬৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (দোয়াত কলম প্রতীক) ডা. মো. জহির উদ্দীন আহম্মেদ।তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৬৬৭ ভোট।
Leave a Reply