সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
উজিরপুর প্রতিনিধি॥ বরিশালের উজিরপুর উপজেলায় পশ্চিক শোলক গ্রামে দেড় বছরের শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিবাগত রাতে নির্যাতিতার স্বামী বাদী হয়ে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। অভিযুক্ত রাজ্জাক সরদারের ছেলে লিটন সরদার ঘটনার পর থেকে পলাতক।
নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।
মামলার এজাহারের বরাত দিয়ে উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান বলেন, গত ২২ অক্টোবর কাজের তাগিদে ঢাকায় ছিলেন নির্যাতিতা ওই নারীর স্বামী। এই সুযোগে রাত সাড়ে ১১টার দিকে প্রতিবেশী লিটন সরদার তার ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দেয়ায় দেড় বছরের শিশুকন্যার গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে।
অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক বলেন, মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply