শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশালে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে ছয় ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর কাটপট্টি এলাকায় অভিযান চালিয়ে এ করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বি। অভিযানে সহায়তা করে র্যাব-৮-এর সদস্যরা।
অভিযানে প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।
জানা গেছে, মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল ও অনুনোমোদিত ওষুধ বিক্রয় করায় সিকদার এন্ড কোংকে ৫ হাজার টাকা, মেসার্স বি এম এল ড্রাগ হাউসকে ৫ হাজার টাকা, মেসার্স মাহিয়ান সার্জিক্যালকে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্নারকে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্টকে ৫ হাজার টাকা এবং মো. রাজ্জাক মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।হয়।
Leave a Reply