বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:১০ অপরাহ্ন
এম.কে. রানা, বরিশাল॥ বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো দেশের স্বনামধণ্য পাঠকপ্রিয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার (১৫ ফেব্র“য়ারী) বেলা ১১টায় পত্রিকার বরিশাল প্রতিনিধি এম.কে. রানা’র আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস বেলুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীরপ্রতিক), শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. এসএম ইকবাল, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, শিক্ষাবিদ অধ্যক্ষ মহসিন-উল ইসলাম হাবুল, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আল মামুন, সহ-সভাপতি এস.এম জাকির হোসেন, দৈনিক ভোরের আলো পত্রিকার সম্পাদক সাইফুর রহমান মিরন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিঃ সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী) মোঃ রাসেল, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম.আর প্রিন্স ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বরিশাল নিউজ এডিটরস্ কাউন্সিল’র সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, দৈনিক আজকাল পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক কে.এম নয়ন, যুগান্তর পত্রিকার সিনিঃ স্টাফ রিপোর্টার (বরিশাল ব্যুরো) সাঈদ পান্থ, দৈনিক মতবাদ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, দৈনিক আজকের বরিশাল পত্রিকার বার্তা সম্পাদক আমিনুল শাহিন, দৈনিক বর্তমান কথা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফ হোসেন, যুগান্তর পত্রিকার রিপোর্টার (বরিশাল ব্যুরো) অনিকেত মাসুদ, ভোরের কাগজ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি কাওছার হোসেন, বাবুগঞ্জ প্রতিনিধি শফিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধের স্বপক্ষে ধারাবাহিকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দৈনিক ভোরের কাগজ পরিবারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পত্রিকার উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। ২৯ বছর পূর্তির পর ৩০ বছরে পা দেয়ার এ ক্ষণে ভোরের কাগজ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার মূলমন্ত্রে আজো অবিচল।
Leave a Reply