শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টিসিবি পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত, ডিলারকে জরিমানা টিসিবি পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করায় বরিশালে এক ডিলারকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
বরিশালে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত করার অপরাধে জাহাঙ্গীর হোসেন নামে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর কাশিপুর গরিয়ারপাড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা অভিযান চালান। এসময় টিসিবির ডিলার ও নগরীর হাটখোলা বিসমিল্লাহ স্টোরের স্বত্বাধিকারী জাহাঙ্গীর হোসেনকে জরিমানা করা হয়।
ভোক্তা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, গরিয়ারপাড় এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাকে করে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এসময় কয়েকজন ক্রেতা অভিযোগ করলে বিক্রয়কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি জানান, ডিলার জাহাঙ্গীর হোসেন টিসিবি থেকে ৫০০ লিটার তেল, ৪০০ কেজি ডাল, ৪০০ কেজি চিনি ও ১ হাজার কেজি পেঁয়াজ উত্তোলন করেছেন। অথচ তাকে ট্রাকে বিক্রির জন্য ৩০০ কেজি ডাল, ৩০০ কেজি চিনি ও ৩৩৮ লিটার তেল দেওয়া হয়েছে। এরপর ডিলার জাহাঙ্গীর হোসেনকে সেখানে ডেকে আনা হয়।
‘জিজ্ঞাসাবাদে তিনি ১৬২ লিটার তেল, ১০০ কেজি ডাল এবং ১০০ কেজি চিনি গুদামে মজুত করার কথা স্বীকার করেন। এ কারণে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মজুত মালামাল এনে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়।’
অভিযানে বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমিরানী মিত্র, টিসিবি আঞ্চলিক কার্যালয়ের প্রধান আল-আমিন হাওলাদার, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা উপস্থিত ছিলেন।অভিযানে সহায়তা করে বিমানবন্দর থানা পুলিশের একটি দল।
Leave a Reply