সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল উপ-ভূমি সংস্কার কমিশনার (ডিএলআরসি) এর কর্মকর্তা-কর্মচারীরা।
জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো. আক্তার জামীলের নেতৃত্বে ডিএলআরসি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জোনাল সেটেলমেন্ট অফিস, বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, আঞ্চলিক গুচ্ছ গ্রাম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় বরিশাল অফিসার্স ক্লাবের সামনে এসে উপস্থিত হন। এরপর সকলে শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
Leave a Reply