বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জে দাবীকৃত চাদার টাকা না পেয়ে আলীগঞ্জ বাজারে অবস্থিত ইউপি সদস্য আঃ রব ঢালীর দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে বহুমুখি অপরাধের হোতা কালাম বেপারীর নেতৃত্বে তার পোষ্য ক্যাডাররা।
অভিযোগকারী ইউপি সদস্য হলেন বরিশাল জেলার, মেহেন্দিগঞ্জ উপজেলার, উলানিয়া ইউনিয়নের, ১ নং ওয়ার্ড সলদি-লক্ষিপুর এলাকার বাসিন্দা। তিনি ওই ওয়ার্ডের চলতি মেম্বার। আঃ রব ঢালি ও তার ছেলে আফছার ঢালির ২টি দোকানে তালা ঝুলিয়ে দেয় অভিযুক্ত ধুলখোলা ইউনিয়নের কথিত সন্ত্রাসী কালাম বেপারী ও তার সঙ্গপাঙ্গরা। অভিযুক্তরা হলেন মাইনুদ্দিন সরদার,হেজুরাড়ি,সমির মালাকার, টুলু সরদার, জাফর ও সুমন বেপারীসহ ১৫/২০জন। এরা আফছার ঢালির নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার দোকানে তালা ঝুলাইয়া চলে যায়। যাওয়ার সময় টাকা না দিলে প্রাননাশের হুমকি দেয়। ভয়ে তারা আইনের আশ্রয় নিতে পারছেননা। বিষয়টি মুঠোফোনে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অফিসার ইনচার্জকে অবগত করেও কোন প্রতিকার পাননি। এছাড়াও এলাকায় এদের বিরুদ্ধে একাধিক মামলাসহ চাঁদাবাজি, চরদখল, নদীতে বিভিন্ন নৌযান থেকে চাদা উত্তোলন, হামলা-লুট এর মত ঘটনা অভিযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন নীরব রয়েছেন। তবে এই ব্যাপারে অভিযুক্ত কালাম বেপারী তালা মারার বিষয়টি অস্বীকার করে বলেন আমাকে হুমকি দিয়েছেন ওই মেম্বার’র লোকজন আমি তার প্রতিশোধ নিবো।
উল্লেখ্য গত কিছুদিন আগে আলিগঞ্জ বাজারের এক মুক্তিযোদ্ধার দোকান ঘর দখলের চেষ্টা করে ব্যার্থ হয়ে ওই ঘরটি ও মেরামত করতে দিচ্ছে না।এভাবে একের পর এক চাঁদা সহ বিভিন্ন অপরাধ করে আসছে এরা। এলাকার লোকজন প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
Leave a Reply