শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন
মুলাদী , থানা প্রতিনিধি॥ বরিশালের মুলাদী উপজেলায় চাউলের গ্যাস ট্যাবলেট খেয়ে আ: রহিম সরদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। রহিম সরদার উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত কাসেম সরদারের ছেলে।
জানা যায়, রহিম সরদার দীর্ঘ দিন ধরে নানা রোগসহ মাথার ব্যাথায় ভূগছিলেন। তার রোগের চিকিৎসার জন্য ডাক্তার দেখানো হয়েছে। পূনরায় ডাক্তার দেখানোর জন্য স্ত্রী লাইজু বেগমকে বললে স্ত্রী বলেন সারা দেশে লক ডাউন চলছে আমি কিভাবে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। মঙ্গলবার সকালে প্রচণ্ড মাথায় ব্যাথা উঠলে সহ্যকরতে না পেরে বাড়িতে থাকা চাউলের গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে মাটিতে গড়াগড়ি করেন। লাইজু স্বামীর এ অবস্থা দেখে ডাক-চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে এসে মুলাদী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা জানান, দীর্ঘ দিন অসুস্থ থাকায় চাউলের গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু হওয়ায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
Leave a Reply