রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৪২ পূর্বাহ্ন
থানা প্রতিনিধি: বরিশালের হিজলা উপজেলা প্রশাসন এবং র্যাব-৮ এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল সহ মোঃ ইউনুস মুন্সী (৫০) নামে একজন ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৮ মে শনিবার দুপুরে বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর বাজারের কারেন্ট জাল ব্যবসায়ী মোঃ ইউনুস মুন্সীর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় র্যাব।
এসময় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল সহ অন্যান্য অবৈধ জাল আটক করা হয়। যার বাজার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে জানান, উপজেলা মৎস্য অফিসার (অঃদাঃ) অপু সাহা। অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে মোঃ ইউনুস মুন্সীকে মৎস্য আইনে ১ বছরের কারাদন্ড প্রদান করেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার এবং ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভম্যাজিস্ট্রেট আমীনুল ইসলাম।
এরপর আটককৃত অবৈধ জালগুলো হরিনাথপুর ইউনিয়ন পরিষদ মাঠে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এর আগে হরিনাথপুর বাজারে ভোক্তা অধিকার আইনে এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সেন্টু খা কে ১০ হাজার টাকা এবং এর কারিগর জালাল কে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
Leave a Reply