শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন। আলোচিত এই নির্বাচনের মাত্র ৩দিন বাকি থাকলেও এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছে সুশাসনের জন্য নাগরিকের-সুজন।
বুধবার (২৫ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সংগঠনের সভাপতি এম হাফিজ উদ্দিন। ‘বরিশালসহ তিন সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক এই সংবাদ সম্মেলন করা হয়।
হাফিজ উদ্দিন বলেন, ‘সরকারি চাকরিজীবীরা নির্বাচনি প্রচারণায় অংশ নিচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে গ্রেফতার হয়রানি হচ্ছে। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে না।’
তিন সিটির নির্বাচন নিয়ে হতাশ হওয়ার মতো অনেক কিছু আছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে বলে মন্তব্য করেন এম হাফিজউদ্দিন।
তার ভাষ্য, একই নির্বাচন কমিশন কখনও সফল কখনও ব্যর্থ। যেখানে নির্বাচন সুষ্ঠু করার ম্যাসেজ দিয়েছে সরকার সেখানেই নির্বাচন সুষ্ঠু হয়েছে। অন্যগুলোতে প্রশ্নবিদ্ধ হয়েছে। তাই বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের বোঝাপড়া করা উচিত।
Leave a Reply