সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:২৬ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ র্যাব-৮ ঢাকার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ২ জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে।
সোমবার (১২ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- ওই এলাকার লোকমান হোসেন ওরফে সাফিন(২৪) এবং কাজী রাইয়ান রহমান(২১)।
র্যাব জানায়- গ্রেপ্তারকৃত লোকমান এবং কাজী রাইয়ান রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে জেএমবি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করত বলেও প্রাথমিকভাবে স্বীকার করে।
র্যাবের মিডিয়ার দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে সংশ্লিষ্ট মামলায় বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply