শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন
রিয়াজ মাহামুদ আজিম॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ২০ কিশোর সন্ত্রাসী আটক হয়েছে। শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশ জানিয়েছে- আটক এই কিশোরেরা নানামুখী সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত। বিশেষ করে দিনের বেলা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে অবস্থান নিয়ে মেয়ের উত্যক্ত করার অভিযোগও রয়েছে।
এইসব সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে নিশ্চিত হয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশানার মো. শাহাবুদ্দিন খান শহরের কিশোর সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিলে মাঠে নামে পুলিশ। পরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ কিশোরকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আসাদুজ্জামান জানিয়েছেন- আটকদের থানা হেফাজতে রাখা হয়েছে। পাশাপাশি তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। এই ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত দেবেন।
Leave a Reply