বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ফেব্রয়ারি সকাল ১০টায় নগরীর চৌমাথা সরকারি হাতেম আলী কলেজ মাঠে এ জানাজা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন জেলা ডিপুটি মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এমপি অধ্যাপক শাহ আলম, বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দার, বরিশাল পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম মনি, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, জেলা জাসদ সম্পাদক অ্যাডভোকেট আ. হাই মাহাবুব, মহনগর যুব লীগ আহবায়ক ও প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনসহ সরকারি বিএম কলেজ অধ্যক্ষ, সরকারি হাতেম আলী কলেজ অধ্যক্ষ প্রমুখ।
এর আগে সরকারের রাস্ট্রপতির পক্ষে বীর মুক্তিযোদ্ধা কুতুব উদিনের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ডিসি জসীস উদ্দিন হায়দার। পরে পার্বত্য শান্তি কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসনাত আব্দুল্লাহ’র পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
পরবতীতে বিভিন্ন দলীয় নেতারা ও নানা সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার মরদেহ মুসলিম গোরস্তানে দাফন সম্পূর্ণ করা হয়।
এর আগে বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শেখ সাঈদ আহমেদ মান্না।
বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কমান্ডার শেখ কুতুব উদ্দিন মঙ্গলবার সকাল পোনে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply