সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ড চহঠা এলাকায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে।
পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় আহত সোহেল তালুকদার, (৩৫) নাসির তালুকদার (৭৫)সোহাগ তালুকদার (৩০) সুজন তালুকদার (২৮) কে উদ্ধার করে শেবাচিমের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
হাসপাতালে আহত সূত্রে জানা যায় আহত নাসির তালুদারের ছোট ছেলে সুজন তালুকদার এলাকাতে ছোটখাটো মুরগির ফার্ম এর ব্যবসা করে আসছিল।
তার ফার্মের মুরগি বড় হয় পার্শ্ববর্তী সেন্টু হাওলাদারের ছেলে সাইফুল ও সাইমন ওই মুরগি ক্রয় করতে চায়। এদিকে সুজন তালুকদার তাদের কাছে মুরগী বিক্রি করতো অস্বীকার জানালে সেন্টু হাওলাদারের ছেলে সাইফুল ও সাইমন ক্ষিপ্ত হয় সুজন কে মারধর শুরু করে।
পরে সুজনের সজনরা এসে ছাড়িয়ে দিলে সাইফুল ও সাইমন চলে যায়। পরে সাইফুল, সায়মন, বাবা সেন্টু হাওলাদার, গিয়াস, মোজাম্মেল, মারুফ, সহ ভাড়াটে ১৫/২০ জন নাসির তালুকদারের বাড়িতে হামলা চালায়।
এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাদের মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply